How to use Google Meet for Teachers in Bangla-গুগল মিটে ক্লাস ও মিটিং
এই ভিডিও টিউটোরিয়ালটি শুধুমাত্র শিক্ষকদের জন্য নির্মিত। এই ভিডিওটি দেখে একজন শিক্ষক খুব সহজেই Google Meet ব্যবহার(মোবাইল/কম্পিউটার/ল্যাপটপে) করে অনলাইন পাঠদান খুব সহজেই সম্পন্ন করতে পারবেন।।
✅এই ভিডিওটি দেখে যে সকল বিষয়ে ধারনা নিতে পারবেন-----
-----------------------------------------------------------------------------------
✅ Permanent Meeting Link তৈরি।
✅ আনলিমিটেট মিটিং টাইম।
✅ গুগুল মিটে নিজের নাম ইচ্ছেমত পরিবর্তন কিভাবে করবেন(যতবার ইচ্ছে Zoom এর মত)।
✅ প্রোফাইলে নিজের ছবি ব্যবহার।
✅ Screen Share করার নিয়ম।
✅ মোবাইল অথবা কম্পিউটারে/ল্যাপটপে Powerpoint Content প্রদর্শন।।
✅ মোবাইল/ল্যাপটপে E- Book প্রদর্শন (নেপ কর্তৃক তৈরিকৃত Text Book)।
✅ মোবাইল অথবা ল্যাপটপে WhiteBoard ব্যবহার কিভাবে করবেন।।
বি.দ্র. ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো।।